২১ জানুয়ারির মধ্যে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা কোটায় উত্তীর্ণদের ইমেইলের মাধ্যমে তথ্য প্রমাণাদি পাঠানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
যা আগামী ২৯ জানুয়ারির মধ্যে যাচাই-বাছাই করা হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন জানান, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারলে চান্সপ্রাপ্তদের প্রাথমিক ফলাফল বাতিল বলে গণ্য হবে।
এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটায় মোট আসন বরাদ্দ ছিল ২৬৯টি। যার মধ্যে ১৯৩ জন উত্তীর্ণ হন। যাদের অধিকাংশই ৪০ থেকে ৪৬ নম্বর পেয়েছেন।