শিক্ষা
দেশে এখন
0

১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা তুঙ্গে। প্রস্তুতি শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন চায় রোডম্যাপ অনুযায়ী দ্রুত নির্বাচন সম্পন্ন হোক। আর ছাত্রদল বলছে, জাকসু গঠনতন্ত্র ও প্রশাসনিক সংস্কার শেষেই হোক নির্বাচন। এদিকে, জাকসু নির্বাচনে অংশ নিতে আলাদা প্যানেল দেয়ার কথা ভাবছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর ক্যাম্পাসের আড্ডাতেও এসেছে সেই রেশ। চায়ের কাপে চলছে নির্বাচনী আলাপ।

শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়ের তকমা থাকলেও বিগত সময়ে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির কারণে গণরুম রেস্ট কালচার ছিল এখানেও।

ক্যান্টিনের খাবারের মান নিয়েও আছে প্রশ্ন। পর্যাপ্ত একাডেমিক ভবনের অভাব এবং ক্যাম্পাসের অভ্যন্তরে পরিবহন ব্যবস্থার ত্রুটি তো আছেই। সাধারণ ছাত্ররা চায় সিনেটে ছাত্র প্রতিনিধির সক্রিয় অংশগ্রহণ।

সবকিছু ঠিক থাকলে ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান বলেন, ‘ছাত্রশিবির সবসময়ই ছাত্রদের কল্যাণে কাজ করে থাকে। তাদের দাবি দাওয়া আদায়ে কাজ করে থাকে। তাদের অ্যাকাডেমিক ও নৈতিক মান উন্নয়নের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক বিকাশে কাজ করে থাকে। ইসলামী ছাত্রশিবির যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে জিতে আসে বা জাকসুতে সুযোগ পায় তাহলে ছাত্রদের এসব জায়গায় কাজ করবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সেক্রেটারি জাহিদুল ইসলাম ইমন বলেন, ‘এতদিন জাকসু নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল। এবং বিভিন্ন সময় ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো তাদের দুর্নীতি ও দখলদারিত্বর জায়গা থেকে আগে নির্বাচনগুলো হতে দেয়নি।’

তবে ছাত্রদল চায় আরও সময়। জাকসু গঠনতন্ত্রের সংস্কারের পরই তারা নির্বাচন চায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে, যারা মদদ দিয়েছে তাদের বিচার ত্বরান্বিত করতে হবে, মামলা দায়ের করতে হবে। তাদের বিচার নিশ্চিতের পরই আমরা জাকসু নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করতে রাজি আছি।’

জাকসু নির্বাচনকে ঘিরে প্যানেল দেয়ার পরিকল্পনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে প্রয়োজনে অন্য কোনো দলের সঙ্গেও জোট করার কথাও ভাবছে তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল বলেন, ‘আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত যে রোডম্যাপ সেটি অনুযায়ী প্রশাসন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে।’

ছাত্র সংসদ নির্বাচনের জন্য সব ছাত্র সংগঠনকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান বলেন, ‘এ ক্ষেত্রে সফল হতে হলে আমি যেটা বলেছি যেসব ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছেন তারাসহ গণতান্ত্রিক মানুষজন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সমান অবদান রাখবে।’

ছাত্র সংসদ প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত ৮ বার নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ১৯৯২ সালে নির্বাচন হয়।

এএইচ