অবরোধ ও মানববন্ধনে অংশ নেন হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জেলার সর্বস্তরের মানুষ।
প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বক্তারা বলেন, মানহীনতার অভিযোগ তুলে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের যে ষড়যন্ত্র চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। সরকারের এই হঠকারী সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হবিগঞ্জসহ বৃহত্তর সিলেট অঞ্চলের ৪০ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে।
এসময় শিক্ষার্থীরা হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি জানান। অন্যথায়, বৃহত্তর সিলেটকে সারাদেশ থেকে সড়ক ও রেলপথে বিচ্ছিন্ন করার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়। প্রায় ১ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।