১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো
ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা তুঙ্গে। প্রস্তুতি শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন চায় রোডম্যাপ অনুযায়ী দ্রুত নির্বাচন সম্পন্ন হোক। আর ছাত্রদল বলছে, জাকসু গঠনতন্ত্র ও প্রশাসনিক সংস্কার শেষেই হোক নির্বাচন। এদিকে, জাকসু নির্বাচনে অংশ নিতে আলাদা প্যানেল দেয়ার কথা ভাবছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।