দেশে এখন
0

কুমিল্লায় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে দুই সন্ত্রাসী আটক

কুমিল্লায় দুটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল (সোমবার) রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- নগরীর অশোকতলা এলাকার মৃত মোবারক আলীর ছেলে জাকির হোসেন (৩৮) ও একই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে লিটন (৪২)। পরে তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, দুই সন্ত্রাসীকে সেনাবাহিনী কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে। সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী মামলা। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সেনাবাহিনী থেকে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী তার গ্যারেজের টিনশেড থেকে একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটারের পিস্তল উদ্ধার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দল রাতভর অভিযান চালিয়ে একই এলাকার সন্ত্রাসী লিটনকে (৪২) তার বাড়ি থেকে আটক করে।

এসময় লিটনের কাছ থেকে আরেকটি ৭ দশমিক ৬৫ মিলিমিটারের পিস্তল, দুইটি চীনা চাপাতি, দুইটি চীনা কুঠার, একটি চীনা চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।

এএইচ