শিক্ষা
দেশে এখন
0

তিন দফা দাবিতে চলছে জবি শিক্ষার্থীদের শাটডাউন-অনশন কর্মসূচি

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়াসহ ৩ দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো শাটডাউন ও অনশন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

অর্ধশত শিক্ষার্থী অনশন কর্মসূচিতে অংশ নেয়। এখন পর্যন্ত ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্বসহ আবাসন সংকট নিরসন তাদের দীর্ঘদিনের চাওয়া। কিন্তু নানা কারণে এ বিষয়ে উদাসীন ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গেল ১১ নভেম্বর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের দাবি পূরণে আশ্বাস দেন।

এএইচ