এম এ মালেক বলেন, 'বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে ভালো আছেন। হাসপাতালের ভিতরে একা হাঁটাচলাও করতে পারছেন।'
এর আগে গত বুধবার (৮ জানুয়ারি) খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের 'দ্য ক্লিনিকে' ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।