দেশে এখন
0

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছেন ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া এসআইরা। আজ (সোমবার, ১৩ জানুয়ারি) সকাল থেকে এই অবস্থান কর্মসূচি পালন করে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত ৩২১ জন।

প্রশিক্ষণ শেষে কর্মস্থলে নিয়োগের এক মাস আগে সারদা পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।

গত ৫ ও ৬ জানুয়ারি অবস্থানকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্বাসে সে যাত্রায় অবস্থান কর্মসূচি স্থগিত করলেও পরবর্তীতে কোন ব্যবস্থা না নেয়ায় আবারও চাকরিতে নিয়োগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

ইএ