আজ (রোববার, ১২ জানুয়ারি) জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখসারির আহত নিহতদের পরিবারের দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংহতি জানাতে এসে তিনি এই দাবি করেন।
তিনি বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মালিকানা নিয়ে যে বিভাজন তৈরি হয়েছে, তা কোনো ভাবেই কাম্য নয়।’
তিনি আরও অভিযোগ করেন, ‘বর্তমান সরকার জুলাই আগস্টের জনগণের আকাঙ্ক্ষার সরকার হলেও, গত পাঁচ মাসে দৃশ্যত তেমন কিছুই করতে পারেনি।’
মানববন্ধনে আহতরা অভিযোগ করেন জুলাই আগস্টের অভ্যুত্থানের পর তাদের প্রতি সরকারের উদাসীনতা দিন দিন বেড়েই চলেছে। হাসিনা সরকারের পতনে যাদের অবদান সব থেকে বেশি আজ তারাই অবহেলিত।
কিন্তু উল্টো যারা আন্দোলনের ধারে কাছেও ছিল না তারা সুবিধা ভোগ করছে। এমনকি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন আহতরা।
জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য সরকার যে অর্থ বরাদ্দ দিয়েছে তাতে দুর্নীতির অভিযোগ তুলেছেন আহত স্বজনের পরিবারেরা।