শিক্ষা
দেশে এখন
0

নেত্রকোণায় মেডিকেল কলেজের জায়গা নির্ধারণের দাবিতে মানববন্ধন

নেত্রকোণায় মেডিকেল কলেজের জায়গা দ্রুত নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ (শনিবার, ৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের প্রাণ কেন্দ্র পৌরসভার সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন জন উদ্যোগ ও নেত্রকোণা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোণা মেডিকেল কলেজের কার্যক্রম শুরুর ৬ বছর পেরিয়ে গেলেও সরকারের নীতি নির্ধারক ও স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও অবহেলার কারণে অদ্যবধি কলেজের জন্য কোনো জায়গা নির্ধারণ করা হয়নি।

ফলে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মিত না হওয়ায় একদিকে শিক্ষার্থীদের লেখাপড়া চরম ভাবে ব্যাহত হচ্ছে অপরদিকে কলেজটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, কলেজের সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় অর্থ সংকট দেখিয়ে বর্তমানে কলেজটি বাতিলের প্রক্রিয়া চলছে। বক্তারা প্রধান সড়কের পাশে নেত্রকোণা মেডিকেল কলেজের জায়গা দ্রুত নির্ধারণ এবং সেখানে অবকাঠামো নির্মাণ করে শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।

ইএ