আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলা মোটরে ফেলানি হত্যা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'ভারত বাংলাদেশকে উপনিবেশ হিসেবে বিবেচনা করে, যা গেল সরকারের আমলে সম্পূর্ণ প্রমাণ পেয়েছে। এ সম্প্রসারণে বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে জুলাইয়ের ঐক্য ধরে রাখতে হবে।'
বিএসএফ কখনো বাংলাদেশের জনগণের জীবনকে মূল্য দেয়নি মন্তব্য করে তিনি বলেন, 'তারা বাংলাদেশ মধ্যে ঢুকে গুলি করে বাংলাদেশিদের হত্যা করেছে। বাংলাদেশে এই প্রথম বিপ্লবী দল গঠন হয়েছে যাতে কোনো বিদেশি শক্তির সহায়তা নেই যার জন্য তারা শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে।'
হাসিনাকে দেশ এ ফিরিয়ে না দেয়া পর্যন্ত বাংলাদেশ ভারতকে শত্রুরাষ্ট্র হিসেবে দেখবে বলেও মন্তব্য করেন তিনি।