রাজনীতি
0

‘বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ভারতের ষড়যন্ত্র বুঝে গেছে’

বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ভারতের ষড়যন্ত্র বুঝে গেছে, কোনো ধর্ম বা দলের মানুষ এই ফাঁদে পা দিবেনা বরং মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিন।

আজ (শুক্রবার, ৬ ডিসেম্বর) বিকেলে মোহাম্মদপুরে আদাবর থানার জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘ভারতে গিয়ে ১৮ কোটি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। সাম্প্রদায়িক উসকানি তৈরির মাধ্যমে তিনি এই দেশে গৃহযুদ্ধ লাগাতে চান। কিন্তু বাংলাদেশের মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী। তারা এসব চক্রান্ত বুঝে। শেখ হাসিনার রাজনৈতিক জানাজা হয়েছে,এবার দাফনে পালা।’

তিনি আরো বলেন, ‘কোথাও কোনো ষড়যন্ত্র দেখলেই তা প্রশাসনকে জানাতে হবে। যারা জাতীয় ঐক্যের বিরুদ্ধে কথা বলবে তারাও ফ্যাসিবাদের দোসর। জামায়াত ক্ষমতায় আসলে দুর্নীতিবাজদের বঙ্গোপসাগরে ফেলবে এবং সমাজকে চরিত্রবান জাতি উপহার দেবে।’

এএম