আজ (সোমবার, ৬ জানুয়ারি) দুপুরে দলটির প্রধান কার্যালয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এস এ খালেকের জানাজায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এখনও পূর্ণাঙ্গভাবে গণতন্ত্র ফিরে পাওয়া যায় নি।’
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করা এস এ খালেকের জানাজায় উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা ও কর্মীরা।
জানাজার আগে রুহুল কবির রিজভী তুলে ধরেন এস এ খালেকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন।
তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এস এ খালেক ছিলেন অগ্রগামী সৈনিক। স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী আন্দোলনে ভূমিকা রাখায় তার পরিবারের ওপর নেমে আসে অবর্ণনীয় নিপীড়ন, ক্ষতিগ্রস্থ করা হয় ব্যবসা প্রতিষ্ঠান।’
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এস এ খালেক বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য হন। এরপর জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ সদস্য হন। পরে আবার বিএনপিতে ফেরেন এবং ৯৬ ও ২০০১ আবারো সংসদ সদস্য নির্বাচিত হন। এস এ খালেকের পরিবহন, আবাসনসহ বিভিন্ন খাতে ব্যবসা ছিল।