দেশে এখন
0

বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্রের প্রথম জানাজা অনুষ্ঠিত

বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্রের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ৬ জানুয়ারি) বাদ জোহর বিএফডিসিতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিতে চলচ্চিত্র কুশলীসহ তার ভক্ত অনুরাগীরা বিএফডিসিতে আসেন। এসময় তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

কিংবদন্তি এই অভিনেতার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে চ্যানেল আই প্রাঙ্গণে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। এই অভিনেতার পরিবারের দাবি, প্রবীর মিত্রের অন্তিম লগ্নে চলচ্চিত্র থেকে শুরু করে কাউকে পাশে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোববার রাত ১০ টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত প্রবীর মিত্র দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

এএইচ