দেশে এখন
0

‘বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে’

স্কুলে স্কুলে প্রাক প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। তবে শতভাগ পেতে লাগবে ২০ জানুয়ারি। বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।

আজ (বুধবার, ১ জানুয়ারি) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওয়েবসাইটে শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এবারের বইয়ের উজ্জ্বলতা ও কাগজের মান ভালো। আড়াই মাসের মধ্যে ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে, যার অনলাইন ভার্সন এনসিটিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।’

এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘জানুয়ারি ৫ তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল শ্রেণির বই, ১০ তারিখের মাধ্যমিকের আটটি বই এবং ২০ তারিখের মধ্যে সকল বই দেয়া হবে।’

এসময় তিনি বলেন, ‘পুরোনো কারিকুলামে ফিরে যাওয়ায় ৬ কোটি ৭৯ লক্ষ বই বেশি ছাপতে হয়েছে, এছাড়া আরো ৪ কোটি বই প্রস্তুত হয়েছে বিতরণের জন্য। বছরের পর বছর বই উৎসবের নামে যে অপচয় হয়েছে সে পথে আমরা যাইনি। গত ১৫ বছর ধারাবাহিকভাবে বছরের প্রথম দিনে যে বই উৎসব হতো এটি বছর হচ্ছে না।’

তবে অনলাইন ভার্সনের উদ্বোধন করেছেন শিক্ষা উপদেষ্টা।

ইএ