‘আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের তদন্ত আশানুরূপ ভাবে এগোচ্ছে না ’

দেশে এখন
0

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের তদন্ত আশানুরূপ ভাবে এগোচ্ছে না বলে অভিযোগ করে অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, আওয়ামী লীগ শাসনামলের মতন গ্রেপ্তার বাণিজ্য এখনো চলছে।

আজ (রোববার, ২৯ ডিসেম্বর) সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ‘চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন: পর্যবেক্ষণ ও প্রস্তাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে হলে ধর্ম বর্ণ-দলমত নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।’ এ সময়, গণতান্ত্রিক অধিকার কমিটির সরেজমিনে পরিদর্শনের ওপর ভিত্তি করে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এএম