আজ (রোববার, ২৯ ডিসেম্বর) সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ‘চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন: পর্যবেক্ষণ ও প্রস্তাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে হলে ধর্ম বর্ণ-দলমত নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।’ এ সময়, গণতান্ত্রিক অধিকার কমিটির সরেজমিনে পরিদর্শনের ওপর ভিত্তি করে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।