টঙ্গী পূর্ব থানার ব্যাংক মাঠ এলাকায় সেনা অভিযান, আটক ৪

দেশে এখন
0

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক টঙ্গী পূর্ব থানার আওতাধীন ব্যাংকের মাঠ সংলগ্ন মাদকের স্পটে অভিযান পরিচালনা করা হয়। গতকাল (শুক্রবার, ২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৮৬ পিস ইয়াবা, ১৮ বোতল ফেনসিডিল, ৮দশমিক ৯ গ্রাম গাঁজা, ৮৭ গ্রাম নেশাজাতীয় পাউডার, ৫০০ গ্রাম দেশিয় মদ, ১০ পিস মরিয়ম ফুল, ২টি ফয়েল রোল, ১৭টি মোবাইল, ৫টি মোবাইল সিম, ১টি ল্যাপটপ, ১টি হার্ডডিস্ক, ৩টি পাওয়ার ব্যাংক, ২টি মিনি ওয়েট মেশিন, ১টি ছোট ক্যামেরা, ১টি দেশিয় অস্ত্র এবং নগদ ৪১ হাজার ৫৬১ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রদীপ চন্দ্র বর্মন এবং তার তিনজন সহযোগী মো. মিরাজ, মো. কিফায়াত উল্লাহ এবং মো. শামীমকে গ্রেপ্তার করা হয়।

আটকৃতদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।—আইএসপিআর

এসএস