দেশে এখন
0

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ৩

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। আহত অন্তত ২০ জন। এ ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে পরবর্তীতে সহিংসতা এড়াতে মোতায়ন করা হয়েছে সেনাবাহিনী-র‌্যাব-পুলিশ।

আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) ভোরে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কালকিনির মধ্যেরচর এলাকা। মুহুর্মুহু ককটেল দিয়ে বর্তমান ইউপি সদস্য আক্তার শিকদারের বাড়িতে হামলার পর সেখানকার সবকিছু লন্ডভন্ড করে ফেলা হয়। চালানো হয় ভাঙচুর ও লুটপাট।

স্থানীয়রা জানান, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সঙ্গে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষও হয়। তবে ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন আক্তার শিকদার।

বৃহস্পতিবার রাতে আক্তার শিকদার বাড়িতে ফিরলে ক্ষিপ্ত হয়ে ওঠেন চেয়ারম্যানের অনুসারীরা। আক্তার শিকদারের বাড়িতে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে খাসেরহাটের কালাইচর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার ও অনুসারী সিরাজ চৌকিদার নামে একজনকে। আহত হন আরও অন্তত ২০ জন।

এ ঘটনার পর থেকে কালকিনিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।জড়িতদের গ্রেপ্তারে চালানো হচ্ছে অভিযান।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘এলাকায় বর্তমানে র‍্যাব সেনাবাহিনীসহ আমরা পুলিশ সদস্যরা রয়েছে। এই ঘটনার সঙ্গেও জড়িতদের ধরতে আমরা অভিযান পরিচালনা করছি।’

এ ঘটনায় আহতরা কালকিনির বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এএম