আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) জাতীয় জাদুঘরে ৮ দিনের চলচ্চিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, 'আর্টিস্টরা গণ হত্যাকে সমর্থন করতে পারে না।'
তবে যারা গণ অভ্যুত্থানে চুপ ছিলেন তাদের উদ্দেশ্য করে সরকারের এই উপদেষ্টা প্রশ্ন তুলে বলেন, '১৫ শ'র বেশি মানুষ খুন করা হয়েছে, পাখির মতো গুলি করা হয়েছে যখন ছাত্র-জনতা হত্যা করা হয় তখন ফিল্ম মেকাররা কীভাবে চুপ ছিল?'
ভারতীয় বলয়ের কারণে জুলাই আগস্ট গণহত্যায় প্রতিবাদ করেনি ফিল্ম মেকাররা এমন অভিযোগও করেন সংস্কৃতি উপদেষ্টা।
তবে সংস্কৃতি মন্ত্রণালয় সংস্কার করতে হলে প্রথমে আমলাদের সরিয়ে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে এমন মন্তব্য করেন মোস্তফা সরয়ার ফারুকী।