অলিম্পিক গেমসের ৩০ হাজারের বেশি মেডেল জয়ীর নাম একেসঙ্গে লেখা। ১২০ মিটার লম্বা কাগজে, তাও আবার মার্কার পেন নিয়ে হাতের সাহায্যে করা হয়েছে অঙ্কন। বিষয়টি শুনতে সহজ মনে হলেও ততটাই কষ্টসাধ্য কর্মের উদ্যাক্তার জন্য।
পেশায় কনসালটেন্ট ব্যাপটিস্ট চেবাসিয়ার। শুধুমাত্র এই কাজটির জন্য কয়েক মাস আগে নিজের কর্মে অব্যাহতি দেন তিনি। পুরো মনোযোগ দিয়ে ১৮৯৬ সাল থেকে ২০২৪ প্যারিস অলিম্পিকের আগ পর্যন্ত জয়ী খেলোয়াড়দের নাম এই তালিকায় নিজের হাতে লেখার ইচ্ছা প্রকাশ করেন ২৭ বছর বয়সী চেবাসিয়ার।
ব্যাপটিস্ট চেবাসিয়ারের এই শিল্পকর্মে জায়গা পাওয়া মেডেলজয়ীরা বেশ আপ্লুত। নিজেদের নাম চেবাসিয়ারের এই কর্মের মাধ্যমে আবারও ক্রীড়াপ্রেমীরা মনে করবে এতেই অ্যাথলেটদের ভালো লাগা। ফ্রান্সের পেরিন পেলেন পেশায় আলপাইন স্কিয়ার। ১৯৮০ সালে ব্রোঞ্জ এবং ১৯৮৪ সালে সালে শীতকালীন অলিম্পিকে রুপা ও ব্রোঞ্জ পদক অর্জন করেন পেলেন। তার নামও আছে ১২০ মিটারের এই শিল্পকর্মে।
আর মাত্র কয়েকমাস বাকি গেমস শুরুর। এর আগে নিজের কাজটি শেষ করার ইচ্ছা ব্যাপটিস্ট চেবাসিয়ার।