দেশে এখন
0

কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ দরিদ্র ও শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, 'বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সাল থেকে যাত্রা শুরুর পর থেকেই বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সিজিএফডব্লিউএ বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাধীন বিভিন্ন জোন ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত জনগণের মাঝে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করে থাকে।'

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ফারহানা বেগম কোস্ট গার্ড সদর দপ্তর প্রাঙ্গণে গরীব, দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

মো. সিয়াম-উল-হক বলেন, 'বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাধীন এলাকা সমূহে কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের এরূপ জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।'

এসএস