দেশে এখন
0

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধান বোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ২

দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত একটি ধান বোঝাই ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কষিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধান বোঝাই ট্রাকের চালক বগুড়া শেরপুরের ইসমাইল হোসেন (৬০) ও চালকের সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার বাবু মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার কষিগাড়ি এলাকায় আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।

এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ধান বোঝাই ট্রাক বগুড়া যাবার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আহত হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে নেওয়ার পথে দুপুরে তারও মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন,সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ