দেশে এখন
0

'৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব, মাধ্যমিকের বাংলা ইংরেজি-গণিত বই বিতরণে প্রস্তুত থাকবে'

এনসিটিবিয়ের চেয়ারম্যান রিয়াজুল হাসান জানিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের বাংলা ইংরেজি ও গণিত বই বিতরণের জন্য প্রস্তুত থাকবে। সেইসাথে ১ থেকে ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরো ৫ টি বই এবং ২০ জানুয়ারি মাধ্যমিকের বাকি সব বই বিতরণ করার ব্যাপারে আশাবাদী এনসিটিবি।

আজ (রোববার, ২২ ডিসেম্বর) রাতে এনসিটিবি কার্যালয়ে এনসিটিবি এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস- চেয়ারম্যান জুনায়েদুল্লাহ আল মাহফুজ কর্তৃক শিক্ষা উপদেষ্টা বরাবর পাঠ্যপুস্তক মুদ্রণের সময় আগামী ২৪ মার্চ পর্যন্ত বাড়ানো এবং ৫০ শতাংশ পাঠ্যপুস্তক সরবরাহের শর্ত রহিত করা ও সম্পূর্ণ পাঠ্যপুস্তক মুদ্রণের পূর্বে আংশিক বিল প্রদানের দাবি জানানোর বিষয়ে ক্ষমা প্রার্থনা করেন।

এসময় বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক উক্ত বিষয়ে ভালোভাবে অবগত ছিল না বলে জানিয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিটিবি’র চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে জানান শীঘ্রই কাজের পরিধি বাড়িয়ে সময়ের মধ্যে সবকিছু সম্পূর্ণ হবে বলে জানান তিনি।

ইএ