অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশ্বাসে সড়ক ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা
ভাতা ২৫ হাজার থেকে ৫০ হাজারে উন্নীত করবার দাবি নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। সারজিস আলমের মাধ্যমে অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশ্বাসে কয়েকঘণ্টা পর শাহবাগ ছেড়ে ঘরে ফেরেন চিকিৎসকরা। আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে নবম গ্রেডের সকল সুবিধাসহ চিকিৎসকদের দাবি না মানলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।