দেশে এখন
0

গাজীপুরে বোতাম ফ্যাক্টরির আগুনে নিহত ১, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুর বোতাম তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক জন নিহত হয়েছেন। আজ (রোববার, ২২ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

সবশেষ খবরে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস্ নামের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানান, দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ ঘটে।

প্রথমে ১টা ৫৫ মিনিটে শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে গাজীপুর মডার্ন ফায়ার স্টেশন থেকে আরো ৩টি ইউনিট আগুনে নেভানোর জন্য যোগ দেয়।

ইএ