সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৬ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৮০৫ জন।
গেল পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছেন ৫৫৭জন রোগী। শতকরা হিসেবে পুরুষ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬৩ দশমিক ১ শতাংশ এবং নারী রোগী আক্রান্ত হয়েছে ৩৬ দশমিক ৯ শতাংশ।