স্বাস্থ্য
দেশে এখন
0

বৃহস্পতিবার ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ২৩৬

বৃহস্পতিবার সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে একজন। নতুন করে হাসপাতালো ভর্তি হয়েছেন ২৩৬ জন।

সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৬ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৮০৫ জন।

গেল পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছেন ৫৫৭জন রোগী। শতকরা হিসেবে পুরুষ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬৩ দশমিক ১ শতাংশ এবং নারী রোগী আক্রান্ত হয়েছে ৩৬ দশমিক ৯ শতাংশ।

এএইচ