৮৮ বছর বয়সী এই ধর্মগুরু এক সপ্তাহের বেশি সময় ধরে শ্বাসনালীর প্রদাহে ভুগছিলেন। গেল শুক্রবার তাকে রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার পোপের বুকের সিটি স্ক্যান করার সময় ফুসফুসের দুই পাশেই নিউমোনিয়ার লক্ষণ ধরে পড়ে।
চিকিৎসক জানান, তার অতিরিক্ত ওষুধ ও থেরাপির প্রয়োজন। তবে মানসিকভাবে তিনি এখনো শক্ত আছেন। বই পড়ে, প্রার্থনা করে ও বিশ্রাম নিয়ে দিন কাটছে তার।
শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে তার জন্য প্রার্থনা করতে বলেছেন পোও ফ্রান্সিস। প্রায় এক যুগ ধরে রোমান ক্যাথলিক চার্চের দায়িত্ব পালন করে আসছেন তিনি।