তবে এখনো জ্ঞান ফেরেনি তার। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের পাশাপাশি নিউমোনিয়ার কারণে প্রবীণ এই কণ্ঠশিল্পীর শারীরিক পরিস্থিতির দ্রুতই অবনতি ঘটছে।
গেল জানুয়ারির প্রথম সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয় প্রতুল মুখোপাধ্যায়কে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতোমধ্যে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।
১৯৪২ সালে বরিশালে জন্ম নেন প্রবীণ এই শিল্পী। 'আমি বাংলায় গান গাই' সহ শ্রোতাদের জন্য অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি।