সিলেটের ওসমানীনগরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

.
এখন জনপদে
0

সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) সকাল আট টার দিকে ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৭টা ৫০ মিনিটে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরো তিননের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সায়মা আক্তার ইতি, শামীমা ইয়াসমিন, সোহেল ভূঁইয়া, ও শিশু আয়ান। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী। এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পলাতক বলেও জানান এই কর্মকর্তা।

এএইচ