দেশে এখন
0

পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে গার্ড অব অনার

পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করেছে সামরিক বাহিনী। আজ (রোববার, ১৫ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির প্রেসিডেন্ট।

সাক্ষাতে অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি ও ফরেন অফিস কনসালটেন্সি ও ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে আলোচনা হয়।

ইএ