আজ (শনিবার, ১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা সদর বধ্যভূমিতে রাষ্ট্র, মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শরিফা হক। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শহীদ দিবসে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দাবি, আজকের দিনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। ৫ আগস্টের আগেও অনেক বুদ্ধিজীবী ও সাংবাদিকদের টার্গেট করে হত্যা করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের যে অসমাপ্ত লড়াই সেটা বাস্তবায়ন করবে এবং অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও জানান তারা।
৭১ এর পাশাপাশি ২৪ এর শহীদদেরও স্মরণ করা হয়। স্বাধীনতার ৫৩ বছর পর বৈষম্যহীন ও শোষণহীন বাংলাদেশ দাবি করছে নতুন প্রজন্ম।