পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

'বায়ুবাহিত রোগ প্রতিরোধে সবাইকে মাস্ক পরে বাইরে বের হওয়ার আহ্বান'

বায়ুবাহিত রোগ প্রতিরোধে সবাইকে মাস্ক পরে বাইরে বের হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে পণ্যবাহী খোলা ট্রাক প্রবেশ বন্ধে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেন তিনি।

আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় পরিবেশ দূষণ রোধে করণীয় নির্ধারণে পরিবেশ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আজ (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) সভা অনুষ্ঠিত হয়। সভায় বায়ু দূষণ রোধে বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটা টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়।

এসময় সড়কে খোঁড়াখুঁড়ি করতে হলে সিটি করপোরেশন অনুমতি নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, 'সরকারি অবকাঠামো নির্মাণে ইট ব্যবহার বন্ধ করে ব্রিকস ব্যবহার করতে হবে।'

সামর্থ্যবানদের এয়ার পিউরিফাইড বাসায় রাখার আহ্বান জানান তিনি। এছাড়া সাড়ে ১৪ হাজার পুরোনো বাস দ্রুত সরাতে বিআরটিএকে নির্দেশনা দেন তিনি।

ইএ