দেশে এখন
0

আর্মি এভিয়েশন বেসিক কোর্স-থারটিনের ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান

আর্মি এভিয়েশন বেসিক কোর্স-থার্টিনের ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান হয়েছে ঢাকা ক্যান্টনমেন্টে। ১৯৭৮ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে তরুণ সামরিক কর্মকর্তাদের উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা করে আসছে আর্মি এভিয়েশন গ্রুপ। আজ (বুধবার, ১১ ডিসেম্বর) সকালে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উপস্থিতিতে ব্রেভেট ও সার্টিফিকেট হস্তান্তর করা হয়।

প্রথম পর্বে তিন মাসের তাত্ত্বিক কোর্স, পরে কানাডার নির্মিত ডায়মন্ড ডিএ-ফোরটি এমজি বিমানে ৩৫ ঘণ্টা উড্ডয়ন শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন প্রশিক্ষণার্থীরা।

পরবর্তীতে ৭ জনকে একই বিমানের উপর, ৫ জনকে তুরস্কের তৈরি আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের ওপর ও ১২ জনকে যুক্তরাষ্ট্রের তৈরি বেল হেলিকপ্টারের উপর বিভিন্ন মেয়াদে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেয়া হয়।

এই কোর্সে ফিক্সড উইংয়ে লেফটেন্যান্ট আদনান রাকিব, রোটারী উইংয়ে ক্যাপ্টেন আব্দুল্লাহ আল হাসিব এবং এসি ও ইউএভি রেজিমেন্টে শ্রেষ্ঠ বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেন ক্যাপ্টেন ফাহিম-আল-জামান।

এএম