দেশে এখন
0

নির্বিঘ্নে পূজা পালন ও নিরাপত্তার নিশ্চয়তা দিলেন সেনাপ্রধান

নির্বিঘ্নে পূজা পালন করতে পারবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই নিশ্চয়তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (শুক্রবার, ১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে সেনাপ্রধান রমনা কালী মন্দির প্রাঙ্গণের পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন।

পূজা মণ্ডপ ঘুরে দেখার পর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আগামী দুইদিন নির্বিঘ্নে পূজা পালন করবে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি। পূজা পালনে নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। বাঙালির একজনের অন্যের প্রতি সহমর্মিতা আছে, থাকবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করছে এদেশে। সবার সহাবস্থান থাকবে এদেশে।’

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এতদিন ভালোভাবে সম্পন্ন হয়েছে, বাকি যে সময়টা রয়েছে সুন্দরভাবে উদ্‌যাপন করতে পারবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

ওয়াকার-উজ-জামান বলেন, সবাই ভালো থাকবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। শুধু ঢাকা নয়, সারা দেশেই যে যেখানে এই উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছা।

এসময় সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ আরও অনেকে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর