সংখ্যালঘুর ওপর হামলা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, 'অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হচ্ছেন। তবে যে কারণেই হোক না কেন, ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি।'
তিনি বলেন, 'দেশের বিভিন্ন স্থানে মাইনোরিটি রিলেটেড (সংখ্যালঘু) সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৮৮টি মামলা হয়েছে এবং ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ন্যাক্কারজনক এসব ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।'
প্রেস সচিব বলেন, '২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশে একটি আন্তর্জাতিক সম্মেলন হবে।'
সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি জানান, প্রত্যেক জিনিসের দামই কমতে শুরু করেছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, 'আওয়ামী লীগ সরকারের আমলের কূটনীতিকদের সরিয়ে আনার ব্যাপারে কাজ করছে সরকার।'