দেশে এখন
0

অনেকেই বৈষম্যবিরোধী চেতনাকে ক্ষুণ্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য

বৈষম্যবিরোধী চেতনার সাথে যারা জড়িত ছিলো, তাদের অনেকেই এখন এই চেতনাকে ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। আজ (সোমবার, ৯ ডিসেম্বর) সকালে রাজধানীতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থনীতিবিদ দেবপ্রিয় বলেন, ‘বৈষম্যবিরোধী চেতনার সাথে যারা জড়িত ছিল, তাদের অনেকেই এখন এই চেতনাকে ক্ষুণ্ন করছ।’ এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে সুযোগ তৈরি হয়েছে সেখানে সবাইকে সক্রিয় ও একতাবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

এদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘সংস্কার কমিশনগুলো থেকে জনসমর্থন তৈরি হওয়া জরুরি।’ এজন্য কমিশনের সুপারিশগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসে রোড ম্যাপ তৈরি করবে বলেও আশা করেন তিনি।

এদিকে সেমিনারে অংশ নেয়া বিভিন্ন গোষ্ঠীর জনসাধারণরা বলেন, সংবিধানে সকল পিছিয়ে পরা মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

এছাড়াও এলাকা অনুযায়ী জনগণের চাহিদা ম্যাপিং করারও আহ্বান জানান বক্তারা। আর দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নারী ও তরুণদের ৩০ শতাংশ হতে হবে।

এএইচ