আজ (সোমবার, ৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের পথ নকশা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ঠিকমতো কাজ করলে ১ বছরে নির্বাচন দেয়া সম্ভব।
এদিকে একই অনুষ্ঠানে, দেশের সবচেয়ে বড় সংস্কারের জায়গা রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর করা বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।
রাষ্ট্রভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার চার মাসেও সংস্কারের কোনো গুণগত রূপান্তর দৃশ্যমান হয়নি।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতদিন প্রস্তুত না হবে ততদিন নির্বাচন দেয়া সম্ভব হবে না বলেও মত দেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশ সংস্কার নিয়ে আলোচনার আগ্রহ কম সরকারের, শুধু সমস্যায় পড়লেই আলোচনায় ডাকে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন রাজনৈতিক সরকারে যেন ক্ষমতায় গণতন্ত্র কুক্ষিগত করতে না পারে সে বিষয় নিশ্চিতের কথা বলেন।