আজ বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতোদিন প্রধান উপদেষ্টার হাতেই ছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন সিদ্ধান্তের পর সেটি এখন শেখ বশিরউদ্দীনকে বুঝিয়ে দেয়া হলো।
মন্ত্রণালয় ও দপ্তর পুনর্বিন্যাসের পর প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে বর্তমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রসঙ্গত, শেখ বশিরউদ্দীন গত বছরের ১০ নভেম্বর বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান।