দেশে এখন
0

বিগত সময়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধান বিচারপতি

বিগত সময়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সেই সাথে আশ্রয়ের বদলে মানুষ নিপীড়ন পেয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ (রোববার, ৮ ডিসেম্বর) সুশাসনের জন্য জন-কেন্দ্রিক সংস্কার ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের আকাঙ্ক্ষা নিয়ে নাগরিক কনফারেন্সে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

তিনি আরো বলেন,‘এত দিন মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে আগামী দিনে মানুষকে নির্যাতনের হাত থেকে রক্ষা করবে রাষ্ট্রীয় বিচার বিভাগ। সেই লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে সংস্কার করা হচ্ছে। সেই সাথে ছাত্র জনতার বিপ্লব নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর অপার সুযোগ করে দিয়েছে।’

এছাড়া কনফারেন্সে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘গত ১৫ বছরে শুধু চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়নি, এর থেকেও বড় ক্ষতি করা হয়েছে শুধু আনুগত্য ছাড়া কোনো মেধা বা উদ্ভাবনকে সুযোগ দেয়া হয়নি। আর এভাবেই জাতির মেধাকে বড় ক্ষতি করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সরকার বদল হলেই শাসন ব্যবস্থার পরিবর্তন হয় না, রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন হয় না। এর আগে মানুষদের সুবিধা দেয়ার কথা বলে যে প্রতিবেদন দেয়া হতো তা সরকারের ছিল, জাতীয় না। যে কারণে প্রতিবেদনে তাদের আসল কথা তুলে ধরা হতো না।’

এএম