দেশে এখন
0

'দেশ থেকে দুর্নীতি দূর করতে দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে'

দেশ থেকে দুর্নীতি দূর করতে দুর্নীতি দমন কমিশন-দুদককে আগে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ (রোববার, ৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ সরকার দুদককে তার রাজনৈতিক সুবিধার কাজে লাগিয়েছে।’

তাই দুদক কমিশনার নিয়োগে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিলাষ নেই। তাই দুদকসহ অন্যান্য সব প্রতিষ্ঠান এমনভাবে সংস্কার করতে হবে, যা পরবর্তী সরকার এগিয়ে নিয়ে যায়।’

এসময় জানানো হয়, ২০০৯ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সেবা নিতে গিয়ে বাংলাদেশের প্রতিটি পরিবার গড়ে প্রায় ১ লাখ ৪৬ হাজার ২৫২ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে।

ইএ