দেশে এখন
0

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়: উপদেষ্টা নাহিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০০৯ সাল থেকে ২০২০ সালের পর্যন্ত ৫২২ জন বাংলাদেশি বিএসএফের হাতে নিহত হয়েছেন। যার মধ্যে ৩২৪ জনকে গুলি করে এবং অন্যদের নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

শনিবার(৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ কথা জানিয়েছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, বিএসএফ বারবার নিরস্ত্র বাংলাদেশি বেসামরিক নাগরিকদের হত্যা করছে। এটি আন্তর্জাতিক কনভেনশন এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার নীতিগুলোর স্পষ্ট লঙ্ঘন।

ইএ