পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
শনিবার(৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ কথা জানিয়েছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, বিএসএফ বারবার নিরস্ত্র বাংলাদেশি বেসামরিক নাগরিকদের হত্যা করছে। এটি আন্তর্জাতিক কনভেনশন এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার নীতিগুলোর স্পষ্ট লঙ্ঘন।