দেশে এখন
0

আগরতলায় হামলার প্রতিবাদে ভারতীয় দূতাবাসে ইনকিলাব মঞ্চের স্মারকলিপি

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা, আজমির শরিফ দখলের পাঁয়তারা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ। আজ (শুক্রবার, ৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশান দুই নম্বর গোল চত্বর থেকে এ কমসূচি শুরু হয়।

পরে আগরতলায় সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ সময় বাংলাদেশের ভারতনীতি ও গণমাধ্যমের অপতথ্য প্রচারের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের নেতারা।

গুলশান সার্কেল-২ থেকে প্রতিবাদ র‍্যালির সময় পুলিশের বাধার সম্মুখীন হয় মঞ্চের নেতাকর্মীরা। পরে সংগঠনের তিন প্রতিনিধি ভারতীয় দূতাবাসে প্রতিবাদলিপি জমা দেন।

ইনকিলাব মঞ্চের মঞ্চের মুখপাত্র জানান, ভারতীয় সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি হাইকমিশনে হামলার সুষ্ঠু বিচার নিশ্চিতের কথাও জানিয়েছেন তারা।

এছাড়া স্মারকলিপির বিষয়ে তারা জানান, ভারত সরকারের সর্বোচ্চ মহলকে অবহিত করা হবে বলেও আশ্বস্ত করেছেন দূতাবাসের কর্মকর্তারা।

এসএস