দেশে এখন
0

বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে নৌকা ডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সাথে থাকা ২ জেলে এখনো নিখোঁজ রয়েছে। এই ঘটনায় ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। আজ (শুক্রবার, ৬ ডিসেম্বর) রাত ৪টার দিকে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাসেম (৫০) বুড়িরচর ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে ও মো. জুয়েল (২৭) একই এলাকার মো. মোস্তফার ছেলে। তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা।

স্থানীয়রা জানান, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে জাল বসানোর জন্য যায় রবিয়ল মাঝির নৌকাটি।

শুক্রবার ভোরে ডুবো চরের সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি উল্টে যায়। ২০ জন সাঁতার কেটে উপরে উঠলেও ৪ জন উঠতে পারেনি। পরে স্থানীয়রা গিয়ে নৌকার ভিতরে থাকা ২ জনের মরদেহ উদ্ধার করে। দেলোয়ার ও ইমরান নামে অন্য দুজন এখনো নিখোঁজ রয়েছে।

এই ঘটনায় নিহত জেলেদের গ্রামের বাড়ি বুড়ির চরের কালির চরে শোকের মাতম চলছে। প্রায় সহস্রাধিক মানুষ এসে বাড়িতে ভিড় করছে।

এই বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ইতিমধ্যে আমরা মৃত জেলেদের পরিবারে সাথে কথা বলেছি। দাফনের প্রক্রিয়া চলছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের আমরা চেষ্টা করছি।’

ইএ