দেশে এখন
0

তৃতীয় দিনেও ময়মনসিংহ থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ

ট্রেন পরিচালনায় টিটি, গার্ডসহ জনবল সংকটে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে তৃতীয় দিনের মতো লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে তৈরি হয়েছে যাত্রী ভোগান্তি।

ময়মনসিংহ থেকে নেত্রকোণার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুরের দেওয়ানগঞ্জ রেলপথে ৮ জোড়া ও ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রেল কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মাইলেজ সুবিধা চালু না করায় ৮ ঘণ্টার বেশি ডিউটি করায় সংকট সৃষ্টি হয়, ফলে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।

বৈষম্যমূলক এই সিদ্ধান্ত বাতিল করে সবার জন্য মাইলেজ সুবিধা এবং পেনশন চালু না হলে নির্ধারিত ৮ ঘণ্টার বেশি ডিউটি না করার কথা জানিয়েছে আন্দোলনকারীরা।

এএম