রাজনীতি
দেশে এখন
0

‘প্রধান প্রতিপক্ষ মাঠে না থাকলেও নির্বাচন আরো কঠিন হবে’

বিএনপির প্রধান প্রতিপক্ষ মাঠে না থাকলেও আগামী নির্বাচন আরো কঠিন হবে বলে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (বুধবার, ৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় দেশ-বিদেশের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কর্মশালাকে ঘিরে নগরীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে উপস্থিত হন বিভাগীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা। দিনভর নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় রাষ্ট্র সংস্কারে দলের ৩২ দফা তুলে ধরেন বক্তারা। দলের ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

এএইচ