এছাড়া সংঘাত নয় সহযোগিতার ভিত্তিতে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। জাতীয় যেকোনো বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলেও জানান প্রধান উপদেষ্টা।
এছাড়াও আন্তর্জাতিকভাবে যারা কোর্স শেষ করেছেন, তারাই বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে নিজ দেশে বাংলাদেশকে তুলে ধরবেন বলে আশা করেন প্রধান উপদেষ্টা।
এবার ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশ নেন ৯৫ জন, যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৬ জন এবং ১৮টি দেশের ৩৩ জন অফিসার রয়েছেন।
এছাড়া আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশ নেন তিন বাহিনীর ৫৫ জন কর্মকর্তা।