দেশে এখন
0

হাইকমিশনে হামলা: আগরতলায় কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার পর কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) সহকারী হাইকমিশনে হামলার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ‘নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।’

এদিকে আগরতলার বাংলাদেশ সহকারি হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে চলমান ঘটনায় বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বিকেল ৪টায় তিনি সেখানে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন।

প্রসঙ্গত, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভের মাত্র তিন দিনের ব্যবধানে আগরতলায় সহকারী হাইকমিশনে গতকাল আবারও হামলা চালানো হয়। এ সময় জাতীয় পতাকাসহ হাইকমিশনের আসবাবপত্র পুড়িয়ে দেয়া হয়।

ইএ