আজ (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (গতকাল) ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশন প্রাঙ্গনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও প্রতিবেশী দেশের জাতীয় পতাকা অপমানের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ত্রিপুরা পুলিশ তাদের তিনজন সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করেছে।
এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদর দপ্তরের একজন উপ-পুলিশ সুপারকে (ডিওয়াইএসপি) প্রত্যাহার করা হয়েছে।
হামলা ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজন ভারতীয়কে আটক করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে।
এর আগে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশন কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ‘বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার’-এর প্রতিবাদে গতকাল (সোমবার) বিক্ষোভের ডাক দেয় ওই সংগঠন। এদিকে এ ঘটনায় বিবৃতির মাধ্যমে ঘটনা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে ভারত।
আগরতলার সার্কিট হাউস এলাকায় অবস্থিত গান্ধী মূর্তির সামনে দুপুরে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারি হাইকমিশনে স্মারকলিপি দিতে প্রবেশ করে।
ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টোয়েন্টিফোর-সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ভিসা অফিসের সামনে থেকে হিন্দু সংঘ সমিতির আন্দোলনকারীরা হঠাৎ নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে এতে আগুন ধরিয়ে দেয়। ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙেও আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দেশটির পুলিশ বাহিনী ও টিএসআর সদস্যরা। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।