দেশে এখন
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। এ উপলক্ষ্যে বিজয় র‍্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। বিজয় র‍্যালিতে অংশ নেন ঢাবির শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

র‍্যালিটি অপরাজেয় বাংলা পার হয়ে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তনে এসে শেষ হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অংশগ্রহণে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।

বিজয় র‍্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের যারা জীবন দিয়েছে, তাদের স্মৃতি নিয়ে আগামীর যাত্রা শুরু করবে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির কাছে দায়বদ্ধভাবে কাজ করবে। ছাত্র-জনতার আন্দোলন নতুন বাংলাদেশ বিজয় নতুন ভাবে উদ্দীপনা বাড়াবে জাতিকে।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের দায়িত্ব বেড়ে গিয়েছে। আমরা এই বিজয় মাসের শুরুতে অঙ্গীকার করছি, সবাইকে নিয়ে আমাদের এই দেশ এগিয়ে নিয়ে যাব এবং যার যার পর্যায় থেকে দায়িত্ব পালন করব।’

এএম