প্রতিবেদন তুলে ধরা হয়েছে- আর্থিক খাতের দুর্নীতি এবং অর্থপাচারের চিত্র। সেই সঙ্গে থাকছে সামষ্টিক অর্থনীতি ও খাতভিত্তিক অর্থনীতির বর্তমান চিত্র। আগামী দিনের জন্য করণীয় ঠিক করতে সুপারিশও থাকছে শ্বেতপত্রে। তবে প্রতিবেদনের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে আগামীকাল।
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনৈতিক অবস্থা তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করতে ১২ সদস্যদের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।
কমিটির দায়িত্ব দেয়া হয় অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে। গত ৩ মাসে দেশের সার্বিক অর্থনীতি নিয়ে বিভিন্ন অংশীজনের মতামত নিয়েছে কমিটি।
সামষ্টিক অর্থনীতি ও খাতভিত্তিক অর্থনীতির অবস্থা এবং সামনের দিনের জন্য করণীয় ঠিক করতে সুপারিশ থাকবে এ শ্বেতপত্রে।
জানা গেছে, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় ১৪০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।